জলপাইগুড়ি শহরের কমিউনিটি এবং বায়োটয়লেটের উদ্বোধন করলেন জলপাইগুড়ি পুরসভার বর্তমান প্রশাসক পাপিয়া পাল। জানা গেছে পথ চলতি মানুষের সুবিধার্থে শহরের বিভিন্ন জায়গায় এই টয়লেটগুলি বসানো হয়। এই টয়লেট গুলি শহরের শিরিষতলা মোড়,সমাজপাড়া মোড়,পোস্ট অফিস মোড়,৩নং ঘুমটি, দিনবাজার সহ বিভিন্ন এলাকায় বসানো হয়েছে বলে জানান পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল।
তিনি জানান, এই প্রকল্পের মোট খরচ হয়েছে ৭০লক্ষ টাকা। এর পাশাপাশি আরো নতুন ৫টি বায়ো টয়লেটের কাজ শুরু করেছে পুরসভা। এই বায়ো টয়লেট ও কমিউনিটি টয়লেটের উদ্ধোধনে উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারপারসন পাপিয়া পাল, সৈকত চ্যাটার্জি, সন্দিপ মাহাত,সহ পুরসভার আধিকারিক ও কামচারীরা। এই বায়ো টয়লেট ও কমিউনিটি টয়লেটের ফলে সুবিধা হবে শহরের পথচলতি মানুষ ও জেলার দুরদুরান্ত থেকে শহরে আশা ব্যক্তিদের বলে জানিয়েছেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপারসন পাপিয়া পালের৷