বামেদের ডাকা বনধের কোনও প্রভাব পরল না জলপাইগুড়ির বিভিন্ন চা-বাগানে। জল্র্তপাইগুড়ি জুড়ে এদিন বন্ধের মিশ্র সাড়া পরলেও চাবাগানের পরিস্থতি ছিল সম্পূর্ণ স্বাভাবিক। এদিন বাগানের পাতা তোলার কাজ বন্ধ থাকলেও ফ্যাক্টরি ও অফিসগুলোতে স্বাভাবিক কাজ হয়েছে।
জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা-বাগানে শুক্রবার সকাল থেকেই বাগান পরিচর্যার কাজ করেছেন শ্রমিকরা। বাগানের ম্যানেজার জীবনচন্দ্র পান্ডে বলেন, তাদের বাগানে বনধের কোনও প্রভাব পড়েনি। শ্রমিক কর্মচারীদের স্বাভাবিক কাজকর্ম করতে দেখা গিয়েছে দিনভর। জানান, প্রতি বছরই শীতের মরশুমে বাগানের চা-পাতা তোলার কাজ নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকে। তাই আগামী কয়েকদিন পাতা তোলা বন্ধ থাকলেও অফিশিয়াল ও অন্যান্য কাজকর্ম স্বাভাবিক ভাবেই চলছে।