প্রবল বর্ষণের জেরে নদীর পাড় ভাঙনে ক্ষতিগ্রস্ত তরাইয়ের বহু চাবাগান। দার্জিলিংয়ের মাটিগাড়া-নকশালবাড়ি, ফাঁসীদেওয়া ব্লকের প্রায় বিশটিরও বেশি বাগান ভাঙনের কবলে। এবারের বর্ষায় তুলনামূলক বেশি বৃষ্টির জন্য তরাইয়ের নদীগুলিতে দেখা দিয়েছিল বন্যা পরিস্থিতি। এর ফলে ভূমি ধ্বসে পড়েছে বহু চাবাগান। জানা গিয়েছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গুলমা, মোহরগাঁও দাগাপুর চাবাগান। কারন এই বাগানগুলির মধ্য দিয়ে বয়ে চলা পঞ্চনই নদীর স্রোতে ভেঙেছে বাগানের বিস্তীর্ণ এলাকা।
নদীর পার ভাঙনে বাগানের চা গাছ এবং চাষের জমির প্রায় ত্রিশ-চল্লিশ একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। অভিযোগ, গত কয়েকবছর আগে রাজ্যের সেচ দপ্তরের উদ্যোগে কোটি কোটি টাকা খরচ করে পঞ্চনই নদীর তীরে পার বাঁধ দেওয়া হলেও নদী ভাঙন রোধ করা যায়নি। নদী ভাঙনে স্বভাবতই চিন্তায় পড়েছে বাগানের অধিকর্তারা। তারা ইতিমধ্যে নদী ভাঙনের সমস্যাটি জেলাশাসক এবং ভূমি রাজস্ব দপ্তরকে লিখিত আকারে জানিয়েছেন।
এদিকে নকশালবাড়ি এলাকার হলদিবাড়ি, চামটা, নিশ্চিন্তপুর, টাইপো বাগানগুলিও পার ভাঙনে ক্ষতিগ্রস্ত কয়েকশো একর জমি। এদিকে বর্ষা এখনও বিদায় না নেওয়াই চিন্তার ভাঁজ বাগানকর্তাদের। কয়েকদিনের একনাগাড়ে ভারী বৃষ্টিতে বাগানের আরো চাষের জমি নদী ভাঙনের কবলে পড়তে পারে বলে আশঙ্কা চাবাগান মালিকদের।