বর সাজলেন সমাজবাদী পার্টির নেতা…

Estimated read time 1 min read

নিজস্ব সংবাদদাতা:পুলিশের চোখে ধুলো দিতে বর সাজলেন সমাজবাদী পার্টির নেতা ফিরোজ খান। উত্তরপ্রদেশের রামপুরে যেতে পারবেন না সমাজবাদী পার্টির কোনও নেতা-কর্মী। সপা সাংসদ আজম খানের সঙ্গে দেখা করতে পারবেন না কেউ। এই নির্দেশের কারণ কী, তার সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলেও ওপরওলার নির্দেশে তা বলবত্‍ করে চলেছে যোগী-রাজ্যের পুলিশ। পুলিশের চোখে ধুলো দিয়ে রামপুর পৌঁছতে তাই বর সাজলেন সমাজবাদী পার্টির নেতা ফিরোজ খাজ।

সমাজবাদী পার্টির প্রবীণ নেতা আজম খানের বিরুদ্ধে দায়ের হয়েছে ৮০টিরও বেশি এফআইআর। ছাগল চুরি থেকে জমি দখল, সব রকম অভিযোগই আছে তাঁর নামে। এই সপা সাংসদের প্রতি সমবেদনা জানাতে যাতে কোনও সমাজবাদী পার্টির নেতা-কর্মী তাঁর রামপুরের বাড়িতে পৌঁছে যেতে না পারে, তা নিশ্চিত করতে চাইছে পুলিশ। সেই কারণে রামপুর যাওয়ার সব রাস্তায় কড়া পুলিশি প্রহরা। কিন্তু বরের বেশ ধরে শেষ পর্যন্ত রামপুর পৌঁছে গেলেন সপা নেতা ফিরোজ খান।

বর সেজে মুখে সামনে সেহরা ঝুলিয়ে নিজেকে আড়াল করে নেন তিনি। বরযাত্রী সেজে তাঁর সঙ্গেই রামপুর পৌঁছে যান আরও কয়েকজন সপা কর্মী। আজম খানের সঙ্গে দেখা করতে শুক্রবার রামপুর যাওয়ার কথা ছিল সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদবের।

You May Also Like

More From Author