বন্ধ বেজিংয়ের সবচেয়ে বড় বাজার

বেজিংয়ে কি তবে এবার দ্বিতীয় দফার করোনা সংক্রমণের ঢেউ আছড়ে পড়ল? আরও ছ’জন আক্রান্ত হওয়ার পর সেই আশঙ্কাই করছেন বিশেষজ্ঞরা। মাঝে প্রায় ৫৫ দিন বেজিং করোনা শূন্য ছিল। কিন্তু শেষ তিনদিনে মোট ন’জন সংক্রমণের শিকার হওয়ার তুমুল আতঙ্ক ছড়িয়েছে। এরমধ্যেই চীনের সবচেয়ে বড় মাছ-মাংসের বাজার জিনফাদিতে মাছ কাটার বোর্ডের মধ্যে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। তারপরই ওই বাজারের ৫১৭ জন ব্যবসায়ীর নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে ৪৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে বেসরকারি সূত্রের খবর। সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় জিনফাদি সহ বেজিংয়ের একাধিক বাজার, বাজার সংলগ্ন আবাসন বন্ধ করে দেওয়া হয়েছে। বাজারের ক্রেতা ও বিক্রেতা মিলিয়ে হাজার হাজার মানুষের নিউক্লিক অ্যাসিড পরীক্ষা করছে প্রশাসন। চীনের ন্যাশনাল হেল্থ কমিশন জানিয়েছে, দেশে নতুন করে সংক্রমণের শিকার হয়েছেন ১৮ জন। পাশাপাশি, উপসর্গহীন আক্রান্তের সংখ্যাও বেড়ে চলেছে। এখনও পর্যন্ত জি জিংপিংয়ের দেশে মোট আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৭৫ জন এবং প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৬৩৪ জন। এদিকে বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৬ লক্ষ ৭৫ হাজার ২৯৯ জন এবং প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ২৬ হাজার ২৬৮ জন। অন্যদিকে, প্রাণহানির নিরিখে ব্রিটেনকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল ব্রাজিল। এখনও পর্যন্ত সাম্বার দেশে মারণ ভাইরাসের বলি হয়েছে ৪১ হাজার ৮২৮ জন। মার্কিন মুলুকে প্রায় ২০ লক্ষ ৪৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ১৪ হাজার ৬৬৯। দক্ষিণ আফ্রিকাতেও নতুন করে সংক্রমণের শিকার হয়েছেন ৩ হাজার ৩৫৯ জন। এদিকে, করোনার শিকার হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী সইদ ইউসুফ রাজা গিলানি। এই নিয়ে সেদেশে দু’জন প্রাক্তন প্রধানমন্ত্রী ভাইরাসে আক্রান্ত হয়েছেন।