চোখের আলোর পরশ পেল আলিপুদুয়ারের ফালাকা টা । জানা গেছে রাজ্য সরকারের পক্ষ থেকে এদিন শুরু হয়েছে “চোখের আলো” প্রকল্প । সেই চোখের আলো প্রকল্প অন্তর্গত সারা রাজ্যের সাথে ফালাকাটা থেকে এই কর্মসূচি অন্তর্গত যে সকল রোগীরা চোখের আলো প্রকল্পের ক্যাম্পে গিয়ে চোখ দেখিয়েছেন এবং যাদের ছানি অপারেশনের প্রয়োজন, তাদেরকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ছানি অপারেশন করে লেন্স বসানোর কাজ হয়। এই সকল ডাক্তারদের উৎসাহ বাড়াতে এবং তাদের সম্মাননা যাপন করল ফালাকাটা ব্লক যুব তৃণমূল কংগ্রেস।
শুক্রবার সকালে ফালাকাটা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দে ফালাকাটা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুতপা ভদ্র ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে এসে কর্মরত চোখের ডাক্তার ও ফালাকাটা সুপার হাসপাতাল সুপারকে সম্মাননা যাপন করল। এদিন ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার চন্দন ঘোষ বলেন, “চোখের আলো প্রকল্পের অন্তর্গত ১৫ জন রোগী চক্ষু অপারেশন হয়েছে। আজ শুক্রবার আরো ১২ জন রোগীর চোখ অপারেশন হবে এবং তার সমস্ত খরচ বহন করছে রাজ্য সরকার তাদেরকে চোখ অপারেশন করে তাদেরকে লেন্স বসানো এবং পরবর্তীতে তাদেরকে চশমা প্রদান এবং যাবতীয় ঔষধ পত্র সমস্ত তাই ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে থেকে দেওয়া হচ্ছে।”