প্রেম-টেম

এখনো এসব খাস?
-হ্যা!  সবাই ছেড়ে চলে যায় কিন্তু এ কখনো যায় নাহ্!
কি পাস এসব খেয়ে? ক্ষতি ছাড়া তো কিছুই হয় না।
– ক্ষতি তো আগেও হয়েছে এটা নতুন করে আবার কি ক্ষতি করবে?
কথাটা শেষ হতে না হতেই রিয়া নীলের থেকে সিগারেটটা নিয়ে ফেলে দিলো,  আর বললো কেউ কোথাও যায় নি সব একই জায়গায় আছে, সব তোরই আছে এখনো, শুধু সময় তোর পরীক্ষা নিয়ে চলছিলো এতদিন।।

আজ প্রায় চারবছর পর নীল আর রিয়ার দেখা, তারা একে অপরকে ভালোবাসতো কিন্তু অনেক কারণে তারা সেই সম্পর্ক থেকে সরে আসতে বাধ্য হয়েছিলো। বেস্ট জুটি হিসেবে তারা বন্ধুমহলে সর্বোচ্চ আসনে আসীন ছিলো। কিন্তু হঠাৎ এক কালো মেঘের দেখা দিলো তাদের মধ্যে।  বিশাল ঝড় আসলো,সবটা এলোমেলো করে দিলো, চারিদিক বজ্রপাতের শব্দে ভরে গেল।  প্রবল জলস্ফীতি দেখা গেল তাদের শান্ত নদীতে এবং তারা ঠিক একে অপরের স্রোতের বিপরীতে ভাসতে শুরু করলো, এভাবেই কেটে গেল কয়েক মাস।  এরপর হঠাৎ একদিন প্রবল সূর্যরশ্মি তাদের নদীর সব জলকে শুষে নিলো।  ব্যাস আর কি!  সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলো সেই রশ্মি, নদীর মতোই হারিয়ে গেল তারা একে অপরের কাছ থেকে।  প্রবল জলরাশি সম্পন্ন সেই নদী একটা ঘাসহীণ রাস্তায় পরিণত হয়ে গেল, অনেক মানুষজনের যাওয়া আসা চলতেই থাকলো সেই রাস্তায়।
অনেকগুলো বছর গড়িয়ে গেল।  আজ নীল রিয়া দুজনেই প্রতিষ্ঠিত।  তারা এখনো দুজনের অপেক্ষা করেই চলেছে কিন্তু কেউ সেটার অভাসও পায় না। তারপর কাজের সূত্রেই তাদের দেখা হয়ে গেল একদিন।তাদের দুজনের চোখে ব্যাকুলতা স্পষ্ট ফুটে উঠেছিলো,যেন একটা অপেক্ষার অবসান ঘটছে।  দুজনের একটা প্রাণোচ্ছল হাসি স্পষ্ট ফুটে উঠলো যেন যুদ্ধে বিজয়ী হয়ে বিশাল এক রাজ্য জিতে নিয়েছে তারা, তাদের চোখ,মুখ ঠিকরে বের হচ্ছে লুকিয়ে রাখা সমস্ত চিৎকার,কান্না হাসি সব ।

এই সম্পর্কগুলো তথাকথিত ওই ব্রেকআপ, প্যাচআপের অনেক ঊর্ধ্বে।  এখানে সব সম্পর্ক শেষ হওয়ার পরও একে অপরের মঙ্গল চাওয়া হয়। একজন আরেকজনের জন্য অধীর আগ্রহে থাকে।  এভাবেই সবটা শেষ হওয়ার পরও আবার পুনরায় গড়ে উঠুক কিছু সম্পর্ক, ভালো থাকুক তারা।