কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী । উত্তরবঙ্গের জঙ্গি সংগঠন কেএলও ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসা ৩৫ জনকে চাকরির নিয়োগ পত্র তুলে দিলেন মন্ত্রী । এদিন উত্তরকন্যায় ভার্চুয়াল প্রশাসনিক বৈঠকের মাধ্যমে মালদার প্রাক্তন কেএলও জঙ্গিদের হাতে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মালদার জেলাশাসক ।মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই ভার্চুয়াল বৈঠকের মধ্যেই এদিন প্রাক্তন ওই ৩৪ জন কেএলও জঙ্গি সংগঠনের সদস্যদের হাতে এই নিয়োগপত্র তুলে দিয়েছে জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি মতো এদিন স্পেশাল হোম গার্ডের নিয়োগপত্র হাতে পেয়ে আনন্দে চোখের জল ধরে রাখতে পারেন নি প্রাক্তন কেএলও সদস্যরা। এদিন হাততালির মাধ্যমে প্রাক্তন কেএলওদের হাতে স্পেশাল হোমগার্ডের নিয়োগপত্র তুলে দেওয়া হয়। জেলাশাসক এবং পুলিশ সুপার এই নিয়োগপত্র তুলে দেন প্রাক্তন কেএলওদের হাতে। দীর্ঘদিন আগেই ওই জঙ্গি সংগঠন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরেছেন মালদার ৩৪ জন সদস্য। গত মার্চ মাসে মালদা জেলায় প্রশাসনিক বৈঠক করতে এসে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, যারা ওই সংগঠন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরেছেন, তাদেরকে চাকুরীতে নিয়োগ করা হবে।
পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ৩৫ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। আজ থেকে এরা স্পেশাল হোম গার্ডে নথিভূক্ত হলো। আপাতত এদের ৪৫ দিনের ট্রেনিং দেওয়া হবে। তারপরে বিভিন্ন থানায় এদের কাজে নিযুক্ত করা হবে