প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাওয়ের নিদান বিজেপি নেতা সায়ন্তন বসুর

টেট পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীদের ইন্টার্ভিউয়ে ডাকার দাবিতে আন্দোলন কে সমর্থন জানাল রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তাদের দাবি কলকাতায় সেন্ট্রাল কাউন্সিলিং নয়।জলপাইগুড়িতেই তাদের কাউন্সিলিং করতে হবে এই দাবীতে গতকালের পর আজও জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা কাউন্সিল দপ্তরে অবস্থান বিক্ষোভ চালাছেন টেট উত্তীর্ণরা। তবে এদিন তারা গতকাল রাতে প্রাথমিক শিক্ষা কাউন্সিল দপ্তরের গেটে লাগানো তালা খুলে দিলেও অফিসের বারান্দায় বসে বিক্ষোভ আন্দোলন চালাচ্ছেন তারা।

তাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন টেট উত্তীর্ণরা প্রাথমিক শিক্ষা কাউন্সিল এর অফিসে আন্দোলন না করে তারা তৃনমুল নেতাদের বাড়ি ঘেড়াও করুক। কারন টাকা দিয়েছে হাজার হাজার মানুষ। আর চাকরি পাবে মাত্র কয়েকশ ছেলে মেয়েরা। যাদের থেকে তৃনমুল নেতারা টাকা নিয়েছিলো তাদের নাম সিগারেটের খাপে লিখে রেখেছিলো তারা। এবার বানের জলে সেই খাপ ভেসে গেছে। টেটে একটা বড় দুর্নীতি হয়েছে। আমরা ক্ষমতায় এসে তদন্ত করবো। অভিযুক্ত তৃনমূল নেতাদের জেলে ভরবো।

ঘটনায় জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা কাউন্সিল দপ্তরের চেয়ারম্যান ইনচার্জ মানবেন্দ্র ঘোষ বলেন গতকালই আমরা উনাদের দাবী উর্ধতন কর্তৃপক্ষর কাছে পাঠিয়েছি। কিন্তু এখোনো পর্যন্ত কোনো উত্তর আসেনি। আজকেও তারা আমাদের এখানে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন। আমরা তাদের বক্তব্য আবার উর্ধতন কর্তৃপক্ষর কাছে পাঠাচ্ছি। তবে গতকাল আমরা যাদের কাউন্সিলিং করেছি তাদের নিয়োগপত্র দেবার কাজ শেষ হয়েছে।