প্রধানমন্ত্রীর ছবিতে পানের পিক ফেলে অবমাননার অভিযোগ, চাঞ্চল্য , বিক্ষোভ মিছিল তুফানগঞ্জে

প্রধানমন্ত্রীর ব্যানারে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পানের পিক ফেলার অভিযোগ এবং এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কোচবিহার জেলার তুফানগঞ্জে। জানা গেছে তুফানগঞ্জের তিন নং ওয়ার্ডে প্রধানমন্ত্রী এবং জেলার সাংসদ নিশীথ প্রামাণিকের যৌথ ছবি দিয়ে পোস্টের লাগানো হয় বিভিন্ন এলাকায়। বিজেপির অভিযোগ ও ব্যানারে কোনো দুষ্কৃতী বা দুষ্কৃতীর দল এই কাজ করেছে। দেশের প্রধানমন্ত্রীর ছবিতে এরূপ ঘটনায় ইতিমধ্যে সরগরম হয়ে উঠেছে রাজনীতি।

বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী এবং কোচবিহারের সাংসদ উভয়কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে। এবং সরাসরি অভিযোগের তীর রয়েছে তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও বা তৃণমূল কংগ্রেসের তরফে বিষয়টিকে হাস্যকর বলে দাবি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে যুব মোর্চার তরফে প্রসেনজিৎ বসাকের নেতৃত্বে একটি ধিক্কার মিছিল বের করা হয় তিন নাম্বার ওয়ার্ল্ড সহ তুফানগঞ্জ শহরে।