চুরি করতে এসে খালি হাতে ফিরল চোরের দল।সৌজন্যে স্থানীয় প্রতিবেশী। জানা গেছে জলপাইগুড়ির কামারপাড়া এলাকায় একটি মোবাইল শোরুমের বড়সড় চুরির ছক কষে হাজির হয় চোরের দল।কিন্তু শোরুমের দেওয়াল ভাঙার শব্দে ঘুম থেকে স্থানীয়রা ছুটে আসতেই চম্পট দিল দেয় চোরের দল।
কামারপাড়ার বাসিন্দা গৌরব ছড়ছড়িয়া নামে ওই যুবক জানান, ভোর চারটা নাগাদ দেওয়াল ভাঙার শব্দ পেয়ে চমকে ওঠেন তিনি। সাড়ে চারটা নাগাদ ফের একই রকমের শব্দ শুনতে পেয়ে বাবাকে ডেকে তোলেন তিনি। এরপর দুজনে মিলে দীর্ঘক্ষণ ধরে টর্চ জ্বেলে এদিক ওদিক দেখাদেখি করলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। ততক্ষণে প্রায় দুই ফুট দেওয়াল ভেঙে ফেলেছিল তারা। চোরেরা তিন চারজন ছিল বলে মনে করা হচ্ছে। শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছেন তারা। শোরুমের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। চোরের দল কতগুলো মোবাইল ফোন চুরি করতে পেরেছে তাও খতিয়ে দেখছেন তারা।