পেট্রোল পাম্পের মালিককে অস্ত্র দেখিয়ে ছিনতাই

বাড়ি ফেরার পথে পেট্রোল পাম্পের মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দেড় লক্ষ টাকা ছিনিয়ে নিল ডাকাতদল। এই ঘটনায় পেট্রোল পাম্পের মালিকের ছেলেকে লোহার রড দিয়ে কান ছিড়ে ফেলেছে ডাকাতদল বলে এমনটাই জানা গেছে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার বুধিয়া স্ট্যান্ড এলাকায়।ঘটনায় রীতিমত থমথমে অবস্থা মালদার ইংরেজবাজার এলাকা।

জানা গেছে , পুকুরিয়া থানার পীরগঞ্জ কুচিয়াহি এলাকায় ওই চিকিৎসক এর একটি পেট্রলপাম্প আছে। সেই পেট্রলপাম দেখাশোনা করে তার বাবা মোহাম্মদ আকিমুদ্দিন। বেশ কিছুদিন আগে ওই চিকিৎসক ছুটিতে বাড়িতে এসেছিলেন এবং বর্তমানে সে পেট্রলপাম্পে দেখাশোনা করতেন। মঙ্গলবার রাত্রে তার বাবা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে বাড়ি ফিরছিলেন তখনই বুধিয়া স্ট্যান্ডে বেশ কিছু দুষ্কৃতী তার পথ আটকায় তার বাবাকে মারধর করা হয় খবর পেয়ে তখনই ছেলেও পেট্রলপাম থেকে বেরিয়ে যায়। বাবাকে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচাতে গেলে দুষ্কৃতীরা তার ওপরও চড়াও হয় লোহার রড দিয়ে তার ডান কানে আঘাত করে এবং তারপরই তাদের কাছ থেকে পেট্রোল পাম্পের টাকা 1 লাখ 60 হাজার টাকা নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তারাও আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য চলে আসে। এদিকে বুধবার দুপুরে সম্পূর্ণ ঘটনার বিবরণ জানিয়ে ইংরেজবাজার থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ করে আক্রান্ত চিকিৎসক ও তার বাবা । দুষ্কৃতীদের মধ্যে দুজন ব্যক্তিকে চিহ্নিত ইতিমধ্যেই করা হয়েছে তাদের নাম মহিবুল শেখ ও আন্সার শেক তারা এলাকায় বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। অভিযুক্ত দুজন দুষ্কৃতীর নামে ইতিমধ্যেই লিখিত অভিযোগ করেছে আক্রান্ত চিকিৎসক।পুরো বিষয়টি নিয়ে ইংরেজবাজার থানার পুলিশ তদন্ত শুরু করেছে।