পুজোয় মায়াদেবী ক্লাবে ৩০ ফিটের প্রতিমা

কোভিড আবহেও ঢাকে কাঠি পরে গিয়েছে । দেশজুড়ে কোভিড পরিস্থিতিতে এবছর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গামায়ের আরাধনা । রাজ্য ও কেন্দ্রীয় স্বাস্থ্যবিধি মেনে এবার রাজ্যজুড়ে দুর্গাপুজা হবে তা জানিয়ে দেয় রাজ্যসরকার । ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বেশকিছু ক্লাবের পুজোর উদ্বোধন করেছেন ভার্চুয়ালে । কোভিড স্বাস্থ্যবিধি মেনে এবার দুর্গা আরাধনায় ব্রতী হবে মায়াদেবী ক্লাব ।

শিলিগুড়ির বিগবাজেটের পুজোগুলির অন্যতম ক্লাব এই মায়াদেবী ক্লাব। এবার ভিড় এড়ানোর জন্য এবং দর্শনার্থীদের দূর থেকে প্রতিমা দর্শনের জন্য প্রায় ত্রিশ ফিটের দুর্গা প্রতিমা তৈরী করছে। গতকাল মুখ্যমন্ত্রী ভার্চুয়ালে এই ক্লাবের পুজোর উদ্বোধন করলেও প্রতিমা এবং প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে। ক্লাবের এক কর্তা জানিয়েছেন সমস্ত বিধি নিষেধ মেনে এবার পুজো হচ্ছে । রাজ্যসরকারের সমস্ত গাইডলাইন মেনে পুজো করতে সমস্ত জিনিস খতিয়ে দেখছে ক্লাবকর্তারা । দর্শনার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক । সেই সঙ্গে প্রতিমা দর্শন করতে গেলে স্যানিটাইজার ট্যানেল দিয়ে স্যানিটাইজ করে আসতে হবে । মাঠে কোনো স্টল লাগানো হবে না, সেই সঙ্গে শারীরিক দূরত্ব দেখা হবেও বলে জানিয়েছেন ক্লাবকর্তারা ।