কোভিড পরিস্থিতি জানতে সোয়াব টেস্টের শিবির বসল পাঞ্জিপাড়ায়। স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে এই শিবিরের আয়োজন করে বলে জানা গেছে। পঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন যে এলাকার মানুষকে করোনা সম্পর্কে সচেতন করার পাশাপাশি রেপিড এন্টিবডি টেস্টের শিবির বসানো হয়।
স্থানীয় পঞ্চায়েত সদস্য মোস্তফা আনসারী জানিয়েছেন এই ক্যাম্পে সন্ধ্যা পর্যন্ত শতাধিক মানুষের করোনা ভাইরাসের টেস্ট করানো লক্ষ্য রয়েছে। এখন পর্যন্ত 35 জনের টেস্ট হয়েছে বলে তিনি জানান। স্থানীয় আরও একজন প্রতিনিধি বলেন করোনা ভাইরাস টেস্ট করালে মানুষের উপকার হবার পাশাপাশি করোনা ভাইরাস ছড়ানো থেকে কিছু হইতো রোধ করা যাইতে পারে। তার জন্য বেশি থেকে বেশি মানুষের টেস্ট যেন হয় তার চেষ্টা করা হচ্ছে।