বিশ্বের অগ্রণী হসপিটালিটি চেইন ওয়ো এগিয়ে এসেছে পরীক্ষার্থীদের সাহায্যের জন্য।
১ সেপ্টেম্বর শুরু হয়েছে জেইই-মেইন পরীক্ষা। এরপর হবে এনইইটি ২০২০ ও অন্যান্য পরীক্ষা। পরীক্ষার্থীদের সহায়তার জন্য ওয়ো তার অ্যাপ ও ওয়েবসাইটে ডিসকাউন্টের কথা ঘোষণা করেছে। এছাড়াও ওয়ো পরীক্ষার্থীদের জন্য একটি ই-মেল হেল্পলাইন চালু করেছে (students_stay@oyorooms.com)। কোভিড-১৯ সমস্যায় জর্জরিত মানুষের সাহায্যার্থে ওয়ো এই উদ্যোগ নিয়েছে।
ভারত যখন অতিমারির মধ্যেও সামনে এগিয়ে চলেছে, সেইসময় প্রায় ২৪ লক্ষ শিক্ষার্থী জেইই-মেইন ও এনইইটি ২০২০ পরীক্ষায় বসতে চলেছে। এইসব পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের কল্যাণের কথা মাথায় রেখে ওয়ো ৩০০টি শহরে তাদের থাকার ব্যবস্থা করতে এগিয়ে এসেছে। শিক্ষার্থী বা অভিভাবকরা সহজেই পরীক্ষা কেন্দ্রের নিকটে একটি ‘স্যানিটাইজড স্টেজ’ ট্যাগযুক্ত ওয়ো হোটেল বুক করতে পারবেন অ্যাপ, ওয়েবসাইট ও ই-মেল হেল্পলাইনের মাধ্যমে। ওয়ো ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া’র সিইও রোহিত কাপুর জানান, তাদের অ্যাপ, ওয়েবসাইট বা ইমেল হেল্পলাইনের মাধ্যমে পরীক্ষার্থী বা অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রের নিকটে কোনও ওয়ো হোটেল বুক করতে পারবেন ন্যায্য মূল্যে। বাকি দায়িত্ত্ব তারা নেবেন।