শিলিগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পথ কুকুরদের রাতের অন্ধকারে দুর্ঘটনা থেকে রক্ষা করতে রেডিয়াম বেল্ট লাগাবার উদ্যোগ গ্রহণ করলেন সিষ্টার্স ব্রাদার্স সোসাইটি। বুধবার সংগঠনের পক্ষ থেকে শিলিগুড়ি জংশন স্টেশনের সামনে থেকে শুরু করে প্রধান প্রধান সড়কের পাশে পথ কুকুরদের বেল্ট পড়ানো হয়।
সংগঠনের সভাপতি তথা সমাজসেবী বাপন দাস জানান সাধারণ কুকুর অবলা ও প্রভুভক্ত হয়।এরা বেশির ভাগ রাতের অন্ধকারে দুর্ঘটনার শিকার হয়।রাতের অন্ধকারে দূর থেকে কোন ছুটে আসা গাড়ি রাস্তায় থাকা কুকুরদের লক্ষ্য করতে পারে না,যার ফলে দুর্ঘটনায় প্রাণ হারায়।
বাপনবাবু আরও জানান এই রেডিয়াম বেল্ট গলায় থাকলে দুর থেকে গাড়ির হেডলাইটের আলোতে জ্বল জ্বল করবে এবং দুর্ঘটনা থেকে এই অবলাদের বাঁচাতে পারবো বলে মনে হয় ।