নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারল গাড়ি, গাড়ির ওপর ছিঁড়ে পড়ল ইলেকট্রিক তাঁর

গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারল একটি ছোটগাড়ি , ঘটনায় গুরুতর জখম দুজন। এমনই ভয়ানক পথ দুর্ঘটনা ঘটল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত উত্তরবঙ্গ রেঞ্জের রাজ্য পুলিশের আইজির অফিসের সামনে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দ্রুত গতিতে ছুটে যাওয়া ওই ছোট গাড়িটা আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। বিদ্যুতের খুঁটি এবং তার ভেঙে ছিঁড়ে পড়ে গাড়ির ওপর। দুর্ঘটনায় গুরুতর জখম হন গাড়িতে থাকা দুই ব্যক্তি ।জখম দুই ব্যক্তির নাম প্রদীপ থারানী এবং সুদীপ ঝাওয়া। আহতদের মধ্যে একজন সিকিমের এর বাসিন্দা বলে জানা গিয়েছে। ভক্তিনগর থানা সূত্রে জানা গিয়েছে রাত ঠিক সারে এগারটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে আসে । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিকে উদ্ধার করে। জখমদের সেবকরোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় বেশ কিছুক্ষণ এলাকায় যানজট দেখা দিলে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ।