নিসান পেশ করল সম্পূর্ণ নতুন নিসান আরিয়া। এটি একটি ইলেক্ট্রিক ক্রসওভার এসইউভি যা গ্রাহকদের ড্রাইভিং এক্সপিরিয়েন্স, কনফিডেন্স, কমফোর্ট ও কানেক্টিভিটির আনন্দ দেবে। ১০০% ইলেক্ট্রিক পাওয়ারট্রেন-সহ আরিয়া দেবে পাওয়ারফুল অ্যাক্সিলারেশন এবং স্মুথ ও কোয়ায়েট অপারেশন। আনুমানিক ৬১০ কিলোমিটার রেঞ্জ বিশিষ্ট এই নো-কম্প্রোমাইজ আরিয়া দৈনন্দিন যাত্রা ও উইকএন্ড রোড ট্রিপের জন্য আদর্শ ভেহিকেল। ওকোহামায় নতুন নিসান প্যাভিলিয়নে এক লাইভ স্ট্রিমড ইভেন্টের মধ্য দিয়ে গ্লোবাল অডিয়েন্সের সামনে আরিয়ার আবরণ উন্মোচন করেন নিসানের সিইও মাকোতো উচিদা ও চিফ অপারেটিং অফিসার অশ্বনী গুপ্তা। অল-নিউ নিসান আরিয়া ২০২১ সালের মাঝামাঝি জাপানে বিক্রয় শুরু হবে। এটি ইউরোপ, নর্থ আমেরিকা ও চিনে ২০২১ সালের শেষদিকে বিক্রয় করার পরিকল্পনা রয়েছে নিসানের। এর দাম হবে প্রায় ৫ মিলিয়ন ইয়েন।