সাতসকালে নদীতে মাছ ধরতে গিয়ে কুমিরের মুখে বৃদ্ধ মৎস্যজীবী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার দুর্গাগোবিন্দপুর-গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ মৎস্যজীবী নাম বিষ্ণুপদ সাঁতরা(৭০)। এদিন সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে গোবাদিয়া নদীতে মাছ ধরছিলেন বৃদ্ধ বিষ্ণুপদ। আচমকা একটি কুমির এসে তাঁর পায়ে কামড় দেয়। তিনি অনেক করে কুমিরটিকে ছাড়ানোর চেষ্টা করেন। বিষ্ণুপদর স্ত্রীও স্বামীকে বাঁচানোর আপ্রান চেষ্টা করেন। কুমির-মানুষের রুদ্ধশ্বাস লড়াই চলতে থাকে। কিন্তু কোনভাবেই শিকার ছাড়তে চায়নি কুমির। শেষমেষ কুমিরটি বৃদ্ধ মৎস্যজীবী বিষ্ণুপদকে মাঝ নদীতে টেনে নিয়ে যায়। মৎস্যজীবীর স্ত্রীর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারাও ছুটে আসেন। এরপর খবর দেওয়া হয় স্থানীয় থানা ও বনদপ্তরে। পুলিশ আসে ঘটনাস্থলে। আপতত পুলিশের দুটি লঞ্চ নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে গোবদীয়া নদীতে তল্লাশি চালাচ্ছে। তল্লাশি কাজে নেমে পড়েছে বনদপ্তরের দুটি লঞ্চও।