নতুন সংসদ ভবনের অনুমতি দিল না সুপ্রিম কোর্ট

নয়া সংসদ ভবনের পরিকল্পনা করেছে কেন্দ্র। লাটেন্স দিল্লির খোলনলচে বদলে দেওয়ার প্রকল্প হল সেট্রাল ভিস্টা প্রকল্প। ধাপে ধাপে সংসদ ভবন, নর্থ ও সাউথ ব্লক সহ বেশ কিছু ভবনের আমুল সংস্কার ও কিছু ক্ষেত্রে নয়া ভাবে নির্মাণ করার পরিকল্পনা করেছে কেন্দ্র। ডিসেম্বের প্রথমার্থেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই শিলান্যাস হতে চলেছে নতুন সংসদ ভবনের।

এর বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে গিয়েছেন বেশ কিছু আবেদনকারী। সব ভবনকে এক ছাতার তলায় আনার জন্যই কেন্দ্রীয় সচিবালয়কে ঢেলে সাজানো হচ্ছে। যতক্ষণ না সুপ্রিম কোর্টে মামলার রায় আসছে, ততক্ষণ সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের অন্তর্গত কোনও নির্মাণ বা ভাঙার কাজ শুরু করা যাবে না, বলে স্পষ্ট করে দিল শীর্ষ আদালত।