নতুন বাগান পরিচালন কর্তৃপক্ষ বৈধ কাগজ না দেখালে কাজে যোগ দেবেন না, অভিযোগ বীরপাড়া চা বাগানের শ্রমিকেদের

দীর্ঘ ১৭মাস পর আলিপুরদুয়ারের বীরপাড়া চা বাগান খুলে গেলেও, শ্রমিক বিক্ষোভ অব্যাহত ওই চা বাগানের জটেশ্বর ডিভিশনে।ফেব্রুয়ারি মাসে ডানকান পরিচালিত বীরপাড়া চা বাগানের দেখভালের দায়িত্ব ম্যারিকো ইন্ডাস্ট্রিরর হাতে তুলে দেয় রাজ্য সরকার। কিন্তু জটেশ্বর ডিভিশনের ১৪০০ শ্রমিকের অভিযোগ নতুন বাগান পরিচালন কর্তৃপক্ষ বৈধ কাগজ না দেখানো পর্যন্ত তাঁরা কিছুতেই কাজে যোগ দেবেন না।তাঁদের আরও দাবি, বাগান বন্ধ থাকার সময় যে ভাবে তাঁরা অপারেটিং ম্যানেজমেন্ট কমিটি তৈরি করে কাঁচা চা পাতা বিক্রি করে নিজেদের মধ্যে টাকা ভাগ করে নিতেন, সেভাবেই কাজ চালিয়ে যেতে চান তাঁরা।কিন্তু তাতে বাদ সেধেছে নতুন বাগান পরিচালন কর্তৃপক্ষ।বৃহস্পতিবার শ্রমিক অসন্তোষ চরমে উঠলে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ মোতায়েন করা হয় ওই চা বাগানে।দফায় দফায় পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়েন শ্রমিকরা।পুলিশের তরফে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার জন্যে চাপ তৈরি করা হলেও নিজেদের অবস্থানে অনড় রয়েছেন এককাট্টা শ্রমিকরা।ফলে কাগজে কলমে খোলা হলেও বিধানসভা নির্বাচনের মুখে চরম শ্রমিক বিক্ষোভে অনিশ্চিত হয়ে উঠেছে বীরপাড়া চা বাগানের ভবিষ্যত।