ধর্ষণ কাণ্ডের দায়িত্ব গেলো সিবিআই-এর ওপরে

এইমুহূর্তে ধর্ষণ কান্ড নিয়ে উত্তাল পরিস্থিতি রাজ্যে৷ হাঁসখালির ধর্ষণ কান্ডের দ্রুত নিস্পত্তি চায় কলকাতা হাই কোর্ট। এই কারণে হাঁসখালি ধর্ষণ-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে৷ তাৎপর্যপূর্ণ বিষয় হল, আদালতের নজরদারিতে তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এই মামলায় সিবিআই-এর তদন্তে কতটা অগ্রগতি হল ২ মে’র মধ্যে সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে৷

এছাড়াও বলা হয়েছে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের যাতে বিচার ব্যবস্থা ও প্রশাসনের প্রতি আস্থা থাকে, সেই কারণেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ বলা হয়েছে, স্বচ্ছতার সঙ্গে ও নিরপেক্ষভাবে সিবিআই গোটা বিষয়টি খতিয়ে দেখবে৷ রাজ্য পুলিশের হাতে যে সমস্ত নথি, তথ্য রয়েছে অবিলম্বে তা সিবিআইকে হস্তান্তর করতে হবে৷ এই মামলার তদন্ত রিপোর্ট ২ মে’র মধ্যে আদালতে জমা দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

নদিয়ার হাঁসখালিতে নাবালিকা ধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি৷ এই মর্মান্তিক ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্কের ঝড়৷ অন্যদিকে, এই ঘটনায় মূল অভিযুক্তের বাবা স্থানীয় তৃণমূল নেতা৷ ফলে পুলিশি তদন্তে ভরসা রাখতে পারছিল না পরিবার৷ এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে মামলা হয়৷ সেই মামলার শুনানি ছিল আজ৷ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ৷