দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের। বাসিন্দাদের অভিযোগ, মালদার হরিশচন্দ্রপুর থানা এলাকার গোপালকারিয়া মোড় থেকে গোলামোড় রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল রয়েছে। জেলা পরিষদের অধীনে রাস্তাটি পূনঃর্নির্মাণে টেন্ডার পাশ হলেও সংস্কার কাজ হয়নি। এরই প্রতিবাদে কিছু স্থানীয় বাসিন্দা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। এনিয়ে বর্তমানে তৃণমূল -বিজেপির মধ্যে।রাজনৈতিক তরজাও শুরু হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তার ৪ কিলোমিটার রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল ছিল। হাসপাতাল,ব্লক,থানার মতো গুরুত্বপূর্ণ জায়গায় এই রাস্তার উপর দিয়েই যেতে হয় ।প্রায় ৭-৮ টি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন।ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রাস্তা সংস্কার করা।৮ মাস আগে রাস্তা সংস্কারের টেন্ডারও পাশ হয় জেলা পরিষদের অধীনে। কাজও শুরু হয় রাস্তা সংস্কারের।কিন্তু এলাকাবাসীর অভিযোগ সঠিক ভাবে হচ্ছে না সংস্কারের কাজ।তাই এত মাস হয়ে গেলেও এখনো সম্পূর্ণ হয়নি রাস্তা সংস্কার। ঢিলেমি দেওয়া হচ্ছে রাস্তার কাজে।বারবার অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি।
তাই সকালে এলাকাবাসী গোলামোড় এবং বিতোল গ্রামে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয়রা।দাবি করা হয় দ্রুত রাস্তা সংস্কার করতে হবে।নাহলে আরোও বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দেয় এলাকাবাসী।।
এদিকে রাস্তা সংস্কারে বেনিয়ম নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। কাটমানির জন্য রাস্তার কাজ আটকে বলে কটাক্ষ করেছে বিজেপি।বিজেপি নেতা রূপেশ আগরওয়াল বলেন, ” এটি অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। মানুষের এই বিক্ষোভ স্বাভাবিক। সব সরকারি কাজে কাটমানি খায় তৃণমূল। কাটমানির চাপে সঠিক ভাবে হচ্ছে না কাজ।”