দূষণমুক্ত মহানন্দা ব্যারেজ গড়ে তুলতে সাফল্য পাচ্ছে অপটোপিক

দিনের পর দিন ফুলবাড়ি সংলগ্ন মহানন্দা ব্যারেজকে দূষণমুক্ত রাখতে সচেতনতা শিবির চালিয়ে সাফল্য পাচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা অপটোপিক । জানা গেছে ব্যারেজকে বহুদিন ধরে দূষণমুক্ত রাখতে কাজ করে চলেছে এই সংস্থা। শীতকাল সহ বছরের প্রায় অধিকাংশ সময় মহানন্দা ব্যারেজে প্রচুর পরিযায়ী পাখি আসে। তাদের অনুকূল পরিবেশ তৈরি করার জন্য প্রয়োজন সচেতন হওয়া। তাই স্থানীয় এলাকার মানুষ সহ প্রতিবেশী মানুষকে নিরন্তর মানুষকে সচেতন করে যাচ্ছে সংস্থাটি।এবার লক্ষ্য ইয়োলো ব্রেস্টেড বান্টি পাখিকে রক্ষা করা। তবে তার জন্য প্রয়োজন সচেতন।আর সেই সচেতন গড়ে তুলতেই প্রসাসন আধিকারিকদের নিয়ে ফুলবাড়িতে মঙ্গলবার এক আলোচনা সভা করলেন অপ্টোপিক। সংস্থার কর্নধার দীপজ্যেতি চক্রবর্তির উদ্যোগে এই সভায় পুলিশ প্রশাসন থেকে শুরু করে বনদপ্তর,সেচদপ্তর,স্থানীয় জননেতা সহ প্রায় সকলেই উপস্থিত ছিলেন।