পুজোর আগে জলপাইগুড়িতে দুস্থ মানুষদের বস্ত্রবিতরণ করল এক স্বেচ্ছাসেবী সংগঠন। জলপাইগুড়ির রাজবাড়ীপাড়া, নীচমাঠ, পদ্মদিঘী কলোনি, ইন্দিরা গান্ধী কলোনি, ভগৎ সিং কলোনি সহ বিভিন্ন এলাকায় 400 পরিবারের হাতে নতুন এবং পুরাতন বস্ত্র তুলে দেন স্বেচ্ছাসেবী কর্তারা। জানা গিয়ে ছোট থেকে বড়ো মিলিয়ে প্রায় চারশতাধিক পরিবারে প্ত্রিশহাজারেরও বেশি বস্ত্র বিতরণ হয় ।গ্রীন জলপাইগুড়ি সাধারণ সম্পাদক অংকুর দাস জানান, আগামী দিনে দূর্গা পূজা উপলক্ষে 400 টি পরিবারের হাতে পুজোর নতুন বস্ত্র বিতরণ করা হবে।।