দুর্ভোগ শহরবাসীর

গত রবিবার অর্থাৎ ২২ নভেম্বর ফেটে গিয়েছে টালা ট্যাঙ্কের জলের পাইপ। মেরামতির কাজ চলছে জোরকদমে। স্ট্রিটের। শনিবার সকাল থেকে পুরসভার তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতায় সেই ফাটল মেরামতির কাজ শুরু হয়েছে। শনিবার বিকেল থেকে রবিবার সকাল পর্যন্ত উত্তর কলকাতায় বন্ধ থাকবে জল সরবরাহ। রবিবার বিকেল থেকে তা স্বাভাবিক হবে।

পুরসভা জানিয়েছে, শনিবার দুপুর, বিকেল ও সন্ধেয় টালা ট্যাঙ্কের আশপাশের এলাকা, জোড়াবাগান, মহম্মদ আলি পার্ক, নিউ পার্ক, চাউলপট্টি, বাগমারি, পার্ক সার্কাস, কসবায় জল বন্ধ থাকবে। একইসঙ্গে পানীয় জল সরবরাহ ব্যাহত হবে সল্টলেক ও দক্ষিণ দমদম পুরসভা এলাকাতেও।