করোনা পরিস্থিতিতে উৎসবের মরশুম। সোমবার পুজো মামলার রায়ে বড় রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। জনস্বার্থ মামলার রায়ে রাজ্যের প্রত্যেকটি পুজো মণ্ডপে দর্শক প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। ‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর পুনর্বিবেচনার আরজিতে বুধবার সেই রায়ে সামান্য পরিবর্তন করল হাইকোর্ট। তবে অঞ্জলি, সিঁদুরখেলায় ছাড় দেওয়া হয়নি।
বলা হয়েছে, নোট এন্ট্রি জোন তথা প্যান্ডেলের মধ্যে ঢাকিরা থাকতে পারবেন। তা ছাড়া বড় পুজোগুলোর মণ্ডপে কমিটির ৬০ জন সদস্য থাকতে পারবেন। একসঙ্গে সর্বোচ্চ ৪৫ জন মণ্ডপে ঢুকতে পারবেন। প্রতিদিন সকাল আটটার সময় পুজো উদ্যোক্তাদের নামের তালিকা মণ্ডপের বাইরে টাঙিয়ে দিতে হবে। পুজোয় সমস্ত নির্দেশিকা মানা হল কিনা, সে বিষয়ে রাজ্য পুলিশের ডিজিকে হলফনামা জমারও নির্দেশ দেওয়া হয়।