দুর্গাপুজোর মতো কালীপুজোতেও একগুচ্ছ নির্দেশিকা প্রশাসনের

দুর্গা পুজোর মতোই হাইকোর্ট ও রাজ‍্য প্রশাসনের বিভিন্ন নির্দেশিকা মেনে কালীপুজোর আয়োজন করতে হবে। সোমবার জলপাইগুড়ি‌র বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তা‌দের নিয়ে আয়োজিত একটি সভার মধ‍্য দিয়ে এমনই নির্দেশিকার কথা জানিয়ে দিলেন জেলা পুলিশের কর্তারা।সভা‌র মধ‍্য দিয়ে কালীপুজো‌ নিয়ে বিভিন্ন বিধিনিষেধের তালিকা তুলে ধরা হয় পুজো কমিটিগুলো‌র কাছে। সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার, পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সহ বিদ্যুৎ দপ্তর ও জেলা প্রশাসনিক দপ্তরের আধিকারিকরা। এছাড়া উপস্থিত ছিলেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার অধিনে থাকা বিভিন্ন কালীপুজো কমিটির সদস্যরা। হাইকোর্টের নির্দেশ অনুয়ায়ী এবছর দীপাবলী ও কালীপুজোয় কোনও আতশবাজি পোড়ানোো যাবে না। এই নিয়ে জনমানসে প্রচার ও সচেতনতা প্রচার চালানো‌র কথা বলা হয় পুজো কমিটি‌গুলোকে। সভায় জানানো হয় আগামী ১২ নভেম্বর বিভিন্ন পুজো কমিটিগুলো‌কে অনলাইনে‌র মাধ্যমে পুজোর অনুমতি দেওয়া হবে।

নির্দেশিকা মতো মন্ডপ তিনদিন খোলা রাখতে হবে। মন্ডপের ভিতরে প্রবেশ করা যাবেনা। মাস্ক , স্যানিটাইজার নিয়ে দর্শকনার্থীরা প্যান্ডেলে যাবেন। মন্ডপ নিয়মিত স্যানিটাইজেশন করতে হবে বলে জানিয়েছে প্রশাসন।