দীর্ঘদিন ধরে জঙ্গল পাহারা দিয়েও স্থায়ী নিয়োগ হয়নি বক্সা জঙ্গলের চার যুবকের

চার বছর ধরে ৫০ টাকা পারিশ্রমিকে কাজ করলেও বনসহায়ক পদে নিযুক্তি হয়নি তাদের ।মুখ্যবনপালের কাছ থেকে ভালো কাজের প্রশংসা পেলেও জোটেনি স্থায়ী কাজ । এই অবস্থায় চরম সংকটে দিন কাটাচ্ছে বক্সা টাইগার রিজার্ভের দমনপুর রেঞ্জের চার যুবকের। জানা গেছে স্থানীয় চার যুবক প্রায় পাঁচ ছয় বছর ধরে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে জঙ্গল পাহারা দিচ্ছেন। জঙ্গলের ভয়ানক পশুর ভয়কে উপেক্ষা করে দীর্ঘদিন ধরে কাজ করে চললেও তাদের বনসহায়ক পদে নিয়োগ করেনি বনদপ্তর।জঙ্গলে কাজ করতে গিয়ে হাতির হানায় আহতও হয়েছেন একজন ।

বনদপ্তরের তরফ থেকে পরবর্তীতে নিয়োগের আশ্বাস পেলেও এখনো পর্যন্ত কোনো নিয়োগ পাননি। নিয়োগ নিয়ে শাসক দলের বিরুদ্ধে ও বন আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ উঠেছে একাধিকবার ।যার জন্য তালাও পরেছে বনদপ্তর বিভিন্ন অফিসে। সেই নিয়োগের সময় এই চার যুবককে বঞ্চিত করা হয়েছে, উপরন্তু পাওনা হিসেবে হাতছাড়া হয়েছে দৈনিক 50 টাকা মজুরির কাজও। তাই এবার তারা অনশনে বসেছে দমনপুর রেঞ্জ অফিসার চত্বরে তাদের দাবি আমাদের কাজে নিয়োগ করুন না হলে স্বেচ্ছামৃত্যুর আদেশ দিক সরকার ।