সরগরম হল রাজ্য রাজনীতি। প্রথম দিনেই রাজ্য বিধানসভা অধিবেশন জুড়ে জল্পনা উঠলো তুঙ্গে। সপ্তাহখানেক দল বদলালেও বাজেট অধিবেশনে আগের দলের পাশেই থাকলেন তিনি। নবগঠিত রাজ্য বিধানসভার প্রথম বাজেট অধিবেশনের প্রথম দিন বিজেপি বিধায়কদের সঙ্গেই বসলেন দলত্যাগী মুকুল রায়। তাঁর আসনও রাখা হয়েছে সামনের দিকেই। তৃণমূলে ফিরে এলেও খাতায় কলমে তিনি এখনও বিজেপির বিধায়ক। আজই শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন। বিধানসভা ভোটের পর যাঁর দলবদল সবচেয়ে বেশি রাজনৈতিক আলোড়ন ফেলেছিল তিনি হলেন মুকুল রায়। জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে প্রত্যাবর্তন ঘটেছে মুকুলের। তবে তৃণমূলে ফিরলেও খাতায় কলমে এখনও তিনি বিজেপিরই বিধায়ক। তৃণমূলে ফেরার পরই মুকুলের বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইন কার্যকর করার দাবি জানিয়ে চিঠি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধায়কপদে ইস্তফা না দিয়ে তৃণমূলে যোগদান করায় মুকুলকে ইতিমধ্যে আক্রমণ করেছেন একাধিক বিজেপি নেতা।