থেমে গেলো দীর্ঘ ৩৩ বছরের কর্ম জীবন, প্রয়াত খ্যাতনামা সাংবাদিক

দিন দিন ফুটে উঠছে করোনার ভয়ঙ্কর ছবি। কেড়েছে বহু প্রাণ। চারিদিকে শুধু স্বজন হারানোর শোকের ছায়া। এরইমধ্যে আবারও করোনা কেড়ে নিলো আরও এক বিশিষ্ট ব্যক্তির প্রাণ। থেমে গেল সব লড়াই। বাংলা সংবাদমাধ্যম জগতে মহীরূহ পতন। প্রয়াত বিশিষ্ট সাংবাদিক, জি ২৪ ঘণ্টার এডিটর। রবিবার রাতে না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক এবং বাংলা টেলিভিশনের অন্যতম প্রধান সঞ্চালক অঞ্জন বন্দ্যোপাধ্যায়৷ বয়স হয়েছিল ৫৬ বছর। বেশ কিছুদিন ধরেই বাইপাসের পাশে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কোভিডকে জয় করে হাসপাতাল থেকে বাড়িও ফিরেছিলেন৷ তবে সুস্থ হলেও, শেষ পর্যন্ত করোনা পরবর্তী শারীরিক জটিলতাতেই ফের ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে৷ ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। সেই অসুস্থতা থেকে তাঁকে আর ফিরিয়ে আনতে পারলেন না চিকিৎসকরা। শেষ পর্যন্ত লড়াইটা হেরে গেলেন এই দাপুটে সাংবাদিক। ৩৩ বছরের সাংবাদিকতার বর্ণময় জীবনে ইতি টেনে অঞ্জনবাবু পাড়ি দিলেন মৃত্যুপুরীতে। বর্ষীয়ান, জনপ্রিয় এই সাংবাদিকের মৃত্যুতে শোকের ছায়া বাংলা সংবাদমাধ্যমে। স্তম্ভিত সহকর্মীরা।

বাংলা সংবাদমাধ্যমের রূপ বদলের অন্যতম পথপ্রদর্শক ছিলেন অঞ্জন বন্দ্যোপাধ্যায়। ৩৩ বছরের দীর্ঘ সাংবাদিক জীবনে ২৪X৭ সংবাদ দুনিয়ায় জি মিডিয়া যখন বাংলা চ্যানেল ২৪ ঘণ্টা লঞ্চ করেন তখন তাঁর প্রথম সারির কর্মীদের মধ্যে ছিলেন তিনি। জীবনের শেষ দিনেই সেই চ্যানেলের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। প্রিন্ট হোক বা ইলেট্রনিক মিডিয়া দক্ষতার সঙ্গে সামলেছেন তাঁর ভূমিকা। মেধাবী ছাত্র ছিলেন অঞ্জন এবং ছিলেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ভাই। কাজ করেছিলেন যুগান্তর, আজকাল, ইটিভি, জি ২৪ ঘণ্টা, আনন্দবাজার পত্রিকা, টিভি৯-সহ বহু সংবাদমাধ্যমেই। তাঁর প্রয়াণে অপূরণীয় ক্ষতি হয়ে গেল বাংলা সংবাদমাধ্যমের।