করোনা ভাইরাস অতিমারির জেরে সারা পৃথিবী তটস্থ, সামাজিক দূরত্ববিধি লকডাউন একাধিক নিয়মের তাড়নায় স্বাভাবিক জীবনের ছন্দ একেবারেই হারিয়েছে ৷ তাই এবারে ধীরেধীরে পুরনো ছন্দে ফেরার কাজ শুরু হয়েছে ৷বছর ঘুরলেই বিধানসভা ভোটের দামামা বাজবে পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু-সহ পাঁচটি রাজ্যে। এবার ভোট কেন্দ্রে সর্বাধিক পাঁচজন ভোটার আর হাতে গ্লাভস, এই নিয়ম মেনে ভোটাধিকার গ্রহণযোগ্য হবে। কোভিড আবহে জারি করা নয় নির্দেশিকায় এমন নিয়ম উল্লেখ করেছে নির্বাচন কমিশন । চলতি বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন। কিন্তু গত বছরের মতো ভোটকে উৎসবের পরিণত করতে ইচ্ছুক নয় কমিশন। করোনা আবহে ভোট প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ রাখতে নয়া এই নির্দেশিকা জারি কমিশনের, এমনটাই সূত্রের খবর । জানা গিয়েছে নির্দেশিকায় উল্লেখ, ” উপস্থিত ভোটারদের পরপর দু’বার থার্মাল স্ক্রিনিং করা হবে । দু’বারই তাপমাত্রা ৯৮-এর পরে থাকলে, তাঁকে বেলার শেষে ভোট দিতে আসার জন্য বলা হবে।”
পাশাপাশি কোভিড প্রোটোকল মেনেই নির্বাচনী প্রচার,জনসভা, রোড শো, মিটিং মিছিল করতে হবে । গাইডলাইনে আরো বলা হয়েছে যে, মনোনয়ন জমা ,তোলা অনলাইনে করা যাবে।ভোটকর্মীদের জন্য পিপিই কিট,স্যানিটাইজার ,মাস্ক সহ প্রয়োজনীয় ব্যবস্থা করবে নির্বাচন কমিশন।