রহস্যজনকভাবে মৃত্যু হল ইরানের সবচেয়ে প্রবীণ পরমাণু বিজ্ঞানী মোহসিন ফখরিযাদ। তাঁকে “ইরানে বোমার জনক” বলে বর্ণনা করতেন। এই বিজ্ঞানীকে ইরানের গোপন পরমাণু কর্মসূচির প্রধান বলে মনে করা হয়। তেহরানের কাছে আততায়ীর হাতে মৃত্যু হয়েছে তাঁর। দেশটির গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে মি ফখরিযাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।