অসম পুলিশ আরও একটি ক্ষতির সম্মুখীন হল, বাহিনীর আরও একজন কোভিড যোদ্ধা পুনি মেচ পাল কোভিড ১৯ ভাইরাসে মারা গেছেন।
ডিউটি চলাকালীন অবস্থায় কোভিডের সঙ্গে লড়াইয়ে হার মেনে নিতে হয়েছে কনস্টেবল মেচকে। অসমের তৃতীয় পুলিশ কর্মী নামরুপের মহিলা পুলিশ কনস্টেবল মেচ কিডনি সম্পর্কিত সমস্যায় ভুগছিলেন।
এর আগে, ‘নায়েক’ র্যাঙ্কের অসম পুলিশ কর্মী রাজেশ নারজারি এবং হাবিলদার হরেশ্বর নাথ কোভিড ১৯ ভাইরাসে মারা গিয়েছিলেন।
করোনার সঙ্গে লড়াইয়ে অসম পুলিশের যে সকল যোদ্ধা মারা গিয়েছেন তাদের নিবেদিত প্রাণ এবং প্রতিশ্রুতি নিশ্চিতরূপে ইউনিফর্ম পরিহিত কোভিড যোদ্ধাদের জনসাধারণের সেবার জন্য অনুপ্রাণিত করবে। অসম পুলিশের মহাপরিচালক, ভাস্কর জ্যোতি মহন্ত পুনি মেচ পালের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সকল সহকর্মীদের আশ্বাস প্রদান করে জানিয়েছেন যে অসম পুলিশের সকল সাহসী কোভিড যোদ্ধাদের পরিবারের সকল ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
গত ১৯ জুলাই মেচকে আসাম মেডিকেল কলেজ ও হাসপাতালে (এএমসিএইচ) ভর্তি করা হয়েছিল বলে জানা গেছে।
নামরূপ থানায় কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন মেচ। তিনি দীর্ঘদিন কিডনির অসুস্থতায় ভুগছিলেন বলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বুধবার রাতে তিনি মারা যান। রেখে গিয়েছেন
স্বামী এবং একটি ৯ বছর বছরের শিশুকে।