টোটোর বিরুদ্ধে পথে নামতেই উধাও ট্রাফিক জ্যাম

ঘোষণা মতো নতুন বছরের প্রথমদিন থেকে রেজিস্ট্রেশন বা টিন ছাড়া টোটোর বিরুদ্ধে পথে নামল শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশ। আর এর জেরেই ট্রাফিক সমস্যার সুরাহা পাওয়া গেল হাতেনাতে। জানা গেছে শুক্রবার সকাল থেকেই শিলিগুড়ির হিলকার্ট রোড, বিধান রোড, সেবক রোড এবং বর্ধমান রোডে ততরব বিরুদ্ধে পথে নামে পুলিশ। পুলিশের দাবি প্রায় বিভিন্ন জায়গা থেকে প্রায় ৫০টিরও বেশি টোটো আটক করা হয়েছে।

সূত্রের খবর এই বেআইনি টোটোর বিরুদ্ধে অভিযান চালাতে শহর শিলিগুড়ির ট্রাফিক জ্যাম কোনো উধাও। শিলিগুড়ির ট্রাফিক সমস্যা দীর্ঘদিনের।এর পর টোটো আসার পর থেকে শিলিগুড়িতে ট্রাফিক সমস্যা আরো ভয়ানক হয়েছে বলে দাবি শহরবাসীর। তাদের এ অভিযোগ দার্জিলিং মোড় থেকে শিলিগুড়ির হাসমিচক আসার দশ মিনিটের পথ পেরোতেই আধঘন্টারও বেশি সমস্যা লেগে যাচ্ছে। এয়ার ভিউ মোড়, সেবক মোড়ে এই সমস্যা আরো বেড়ে যাচ্ছিল দিনদিন। এই সমস্যা পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং পর্যটনমন্ত্রীর বৈঠক হয় বেশ কয়েকবার। বৈঠকে সিদ্ধান্ত হয় শহরের যান ব্যবস্থা নিয়ন্ত্রণে শহরের রেজিস্ট্রেশন ছাড়া টোটোগুলিকে শিলিগুড়ির প্ৰধান রোড গুলিতে উঠতে দেওয়া যাবে না। সেইমতো প্রচারও চালায় পুলিশ প্রশাসন।

পুলিশ জানিয়েছে সব টোটোর কাগজপত্র দেখে ছাড়া হচ্ছে। রেজিস্ট্রেশন ছাড়া বা টিন নম্বর ছাড়া টোটোকে আটক করা হচ্ছে। যাদের রেজিস্ট্রেশন রয়েছে তাদের পরিচয় পত্র দেখা হচ্ছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। শহরবাসীর দাবি এই অভিযান নিয়মিত হলে শিলিগুড়ির ট্রাফিক সমস্যা অনেকটাই কমবে।