জুয়া খেলার প্রতিবাদ করায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ প্রাক্তন তৃণমূল মেম্বারের বিরুদ্ধে

মালদা-জুয়া খেলার প্রতিবাদ করায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল প্রাক্তন তৃণমূলের মেম্বারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার নলডুবি গ্রাম পঞ্চায়েতের বেহুলা কলোনি এলাকায়। আহত বিজেপি কর্মী বিশাল মন্ডল বয়স(২০) ও টিঙ্কু চৌহান বয়স (২১)। তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যায় বেহুলা কলোনি এলাকায় কয়েকদিন ধরে সেখানে বাউল গানের মেলা চলছে। সেই মেলাতে নলডুবি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন মেম্বার শ্রীদাম কর্মকার ও তার ছেলে দুলাল কর্মকার সহ বেশ কয়েকজন জুয়ার আসর বসিয়েছে সে এলাকায়। সেই জুয়া খেলার প্রতিবাদ করে স্থানীয় বিজেপি কর্মীরা। এরপর গতকাল রাতে প্রাক্তন মেম্বার শ্রীদাম কর্মকার ছেলে দুলাল কর্মকার সহ মোট ১০ জন সেই এলাকার কয়েকজন যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এরপর স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহতদেরকে উদ্ধার করে প্রথমে মোলপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিশাল মন্ডল এবং টিংকু চৌহানকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। বর্তমানে তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই বিষয়ে পুরাতন মালদা থানায় গতকাল রাতে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় প্রাক্তন মেম্বার সহ মোট ১০ জনের বিরুদ্ধে।

এ বিষয়ে নলডুবি ১৫৮ নম্বর বুথ বিজেপির সভাপতি জানান বেশ কয়েকদিন ধরে আমার এলাকায় বাউল গান কে কেন্দ্র করে প্রাক্তন মেম্বার ও তার ছেলে সেখানে জুয়ার আসর বসায়। এরপর সে এলাকায় বিজেপির কর্মী বিশাল মন্ডল টিঙ্কু চোহান সহ বেশ কয়েকজন জুয়া খেলার প্রতিবাদ করে। এরপর তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় সে এলাকার প্রাক্তন মেম্বার সহ তার দলবল। এ বিষয়ে পুরাতন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা চাই দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।