বুধবার জলপাইগুড়ি শহরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০জন। আক্রন্তদের বাড়ি ও এলাকা জীবাণুমুক্ত করার পাশাপাশি কনটেনমেন্ট জোন করার প্রক্রিয়া শুরু করল পুরসভা। আক্রান্তের সংখ্যা বাড়লেও শহরবাসী এখনো করোনা নিয়ে সচেতন হয়নি বলে অভিযোগ। পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সন্দীপ মাহাতো বলেন, সংক্রমণের ধারা অনেক বেশি। শহর বাসীকে মাস্ক পড়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ করেন। এদিন মৃত্যু হয়েছে ১৯ নম্বর ওয়ার্ডে একজন।পরিস্থিতি উদ্বেগ জনক। সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলুন।