সোশ্যাল মিডিয়ায় ভুল খবর হলেই কড়া পদক্ষেপ নেবে স্বাস্থ্য দপ্তর। করোনা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে জানালেন জনস্বাস্থ্যবিষয়ক উত্তরবঙ্গের ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়। জলপাইগুড়িতে সোশ্যাল মিডিয়ায় করোনা নিয়ে অপপ্রচার চলছে। যারা এই কাজ করছেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার এমনই জানালেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্যবিষয়ক ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়। করোনার অপপ্রচার নিয়ে এদিনই জলপাইগুড়ি পুলিশ সুপারকে লিখিত অভিযোগ জানানো হচ্ছে। মৃত্যুর খবরটি কখনো লুকানো যায়না। কেননা যেখানে দাহ করা হবে সেখানে ডেথ সার্টিফিকেট দেখানোটা বাধ্যতামূলক। তাই এক্ষেত্রে লুকানোর কিছু নেই বলে জানান ওএসডি। জলপাইগুড়ি কোভিড হাসপাতালের বিভিন্ন নার্সরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন। এরই মধ্যে সাতজন নার্স করোনা পজিটিভ হয়েছেন চিকিৎসা করতে গিয়ে বলে জানান তিনি। অনুগ্রহ করে সোশ্যাল মিডিয়াতে ভুলভাল কিছু আপলোড করবেন না বলে অনুরোধ তার। পাশাপাশি সোশ্যাল মিডিয়া ও মিডিয়ার একাংশ যেভাবে করোনা রোগীদের খবর প্রকাশ করছে সেটাও ঠিক নয় বলে জানান তিনি। পরিবার নিয়ে এসমস্ত খবর দেখা যায় না। আতঙ্ক না ছড়ানোর জন্য অনুরোধ করেন সুশান্তবাবু। এই মুহূর্তে জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন কোভিড হাসপাতালে ১৯৪ জন পজেটিভ রোগী ভর্তি রয়েছেন। এ পর্যন্ত সি সি ইউ এর সব বেডই ভর্তি রয়েছে। অনেক সময় করোনা রোগীর পরিজনরা নিজের দায়িত্বে রোগীকে বাড়িতে নিয়ে চলে যাচ্ছেন। এটা একদমই ঠিক না। কেননা করোনা রোগীদের অক্সিজেনের একটি সমস্যা হয়। অনেক সময় বাড়িতে সেই সমস্যার সমাধান করা যায় না। তাই করোনা রোগীদের চট করে বাড়িতে না নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়।