ঘরভর্তি মাদক এবং টাকা উদ্ধারশিলিগুড়িতে

অভিযান চালাতেই ঘর থেকে বেরিয়ে এল ট্রাংক ভর্তি টাকা , টাকা গোনার মেশিন, এবং গাঁজা। অভিযানে এমনই চিত্র দেখে অবাক খোদ এসটিএফের সদস্যরা। জানা গেছে পুলিশের বিশেষ দল এসটিএফ বেশ কয়েকদিন ধরে শহরজুড়ে অভিযানে নেমেছে। গোপন সূত্রে খবর পেয়ে এদিন শিলিগুড়ির ইসকন রোডের ৪০ নং ওয়ার্ডে অভিযান চালায় পুলিশ। গোপন সূত্রে খবর ছিল ওই এলাকা থেকে মাদক পাঁচারের অভিযোগ জমা পড়ছিল দীর্ঘদিন ধরে। অভিযোগ, মুর্শিদাবাদের তিনজন যুবক ইসকন মন্দির রোডের একটি বাড়ি ভাড়া নিয়ে মাদক পাচার এবং বিক্রির ব্যবসা জাঁকিয়ে বসে ছিল। খবর পাওয়া মাত্রই এদিন রাতে অভিযান চালায় এসটিএফ আধিকারিকরা।

কিন্তু অভিযানের আগেই কোনওক্রমে খবর পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় অভিযুক্ত দুই পাচারকারী। এরপর ওই বাড়িতে তল্লাশি চালালে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার। পাশাপাশি উদ্ধার হয় একটি টাকা গোনার মেশিন। মেশিনটি উদ্ধার হতেই সন্দেহ হয় এসটিএফ আধিকারিকদের। এরপর ওই বাড়িতে চিরুনি তল্লাশি চালালে বাড়ির একটি পরিত্যক্ত ঘর চোখে পরে আধিকারিকদের। সেই ঘরের একটি ভাঙা খাটের নীচ থেকে উদ্ধার হয় একটি ট্রাঙ্ক ভর্তি টাকা। টাকার অংক ১৭ লক্ষ ২৫ হাজার। বিগত কয়েক মাস ধরেই মুর্শিদাবাদের ওই যুবকরা লালগোলা থেকে উন্নত মানের ব্রাউন সুগার এনে ইসকন মন্দির রোড সাপ্লাই দিত। আর মাদক বিক্রি করার সেই টাকা যাতে কেউ বুঝতে বা খুঁজে পেতে না পারে সেজন্য মাটির মধ্যে বাক্সবন্দি করে পুতে রাখত। টাকা ও মাদক উদ্ধার হলেও অভিযুক্তদের উদ্দেশ্যে খোঁজ শুরু করেছে এসটিএফ।