গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস জানিয়েছে তারা ওরাল অ্যান্টিভাইরাল ফেবিফ্লু’র ৪০০মিগ্রা ভার্সন আনতে চলেছে। এটি মৃদু থেকে মাঝারি ধরণের উপসর্গ-যুক্ত কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে খুবই কার্যকর হবে। আরও বেশি শক্তিশালী হওয়ায় এই ঔষধ রোগীদের প্রতিদিন আরও কম সংখ্যায় সেবন করতে হবে। এর আগে রোগীদের ২০০মিগ্রা’র ফেবিফ্লু গ্রহণ করতে হত প্রথম দিনে ১৮টি, এবং তারপর ১৪ দিন ধরে প্রতিদিন ৮টি করে। নতুন ৪০০মিগ্রা ফেবিফ্লু প্রথম দিন খেতে হবে ৯টি, তারপর দ্বিতীয় দিন থেকে দিনে ২টি করে দুইবার কোর্স শেষ হওয়া পর্যন্ত। গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভাইস-প্রেসিডেন্ট অ্যান্ড হেড, ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট, গ্লোবাল স্পেশালটি/ব্র্যান্ডেড পোর্টফোলিয়ো, ড. মণিকা ট্যান্ডন জানান, কোভিড-১৯ রোগীদের জন্য তারাই ভারতে প্রথম এই ঔষধ লঞ্চ্ করেছিলেন। ২০০মিগ্রা ডোজের ফেবিফ্লু তৈরি করা হয়েছিল ফেভিপিরাভির ড্রাগের গ্লোবাল ফর্মুলেশন অনুসারে। এখন ভারতের কোভিড-১৯ রোগীদের জন্য ৪০০মিগ্রা ভার্সনটি আনা হয়েছে গ্লেনমার্কের নিজস্ব আর-অ্যান্ড-ডি অনুসারে।