গৌতম দেবের ডাকা বৈঠকে গেলেন না সাফাইকর্মীরা, বেজায় চটলেন মন্ত্রী

মন্ত্রীর ডাকা বৈঠকে গেলেন না সাফাই কর্মীরা । এই ঘটনায় ব্যাপক চটলেন মন্ত্রী গৌতম দেব।উল্লেখ্য গত তিনদিন ধরে বেতন বৃদ্ধি , স্থায়িকরণের দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি এবং বিক্ষোভ দেখাচ্ছে তারা। এদিকে জঞ্জাল অপসারণের কাজ বন্ধ থাকায় সমস্যা সমাধানের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। সূত্রের খবর এনিয়ে শিলিগুড়ির মৈনাক হলে রাজ্যের মন্ত্রী গৌতম দেবের সঙ্গে বৈঠক ডাকা হয়।কিন্তু এই বৈঠকে যান নি সাফাইকর্মীরা। এতেই বেজায় চটেছেন মন্ত্রী। এদিন সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী জানান , সমস্যা সমাধানের জন্য আলোচনা প্রয়োজন।এভাবে বৈঠকে না এসে ঔদ্ধত্য দেখানো উচিত নয়।শনিবারের মধ্যে তারা কাজে যোগ না দিলে রবিবার থেকে তিনি নিজেই আবর্জনা পরিষ্কার করতে নামবেন।পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের কোঅর্ডিনেটরদের নামার জন্য আবেদন জানাবেন।

এদিনের বৈঠকে বিভিন্ন ট্রেড ইউনিয়নের সদস্য সহ শিলিগুড়ি পুরনিগমের আবজর্না বিভাগের দায়িত্বে থাকা মুকুল সেনগুপ্ত উপস্থিত ছিলেন।সেখানে উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতির বিভিন্ন দাবী দাওয়া নিয়ে আলোচনা হয়।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী গৌতম দেব বলেন, যার এসব করে যাচ্ছেন তাদের নিশ্চয়ই কেউ প্ররোচনা দিচ্ছে।আমাদের সহানুভূতি রয়েছে তাদের প্রতি কিন্তু তাই বলে গাড়ি ভাঙচুর করা কিংবা যারা কাজ করতে আসছেন তাদের তাড়িয়ে দেওয়া এসব মেনে নেওয়া যায়না।।