কেন্দীয়মন্ত্রীর কুরুচিকর মন্তব্যের বিরোধিতায় বিক্ষোভ তৃণমূলের শাখা সংগঠনের

কেন্দীয় পর্যটনমন্ত্রীর কুরুচিকর মন্তব্যের বিরোধিতা করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অবস্থান বিক্ষোভে বসল দার্জিলিং জেলা রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের স্বাস্থ্যে শাখার কর্মীরা। এই বিক্ষোভে অংশগ্রণ করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার সহ তৃণমূলের অন্যান্যরা। সম্প্রতি দার্জিলিং দলীয় কর্মসূচিতে যোগদান করতে যাওয়ার পথে খড়িবাড়ি নির্যাতিতার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে যান কেন্দ্রের পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে । নির্যাতিতার পরিবার ও তার পরিবারের সাথে দেখা করার পর উত্তরবঙ্গ মেডিকেল হাসপাতালের অবস্থাকে তিনি দিল্লির পশু হাসপাতালের সাথে তুলনা করেন । তার এই মন্তব্যের বিরোধিতা করে সোমবার এই বিক্ষোভ কর্মসূচি ।

রঞ্জন সরকার বলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ উত্তরবঙ্গের গর্ব। সেই মেডিকেল কলেজকে পরিযায়ী সাংসদ ও পরিযায়ী কেন্দীয় মন্ত্রী কোরোনা পরিস্থিতিতে স্বাস্থ্য কর্মীরা যে ভাবে নিজের জীবন বিপন্ন করে যে ভাবে কাজ করেছে তাদেরকে সমবেদনা না জানিয়ে যে ভাবে কুরুচির মন্তব্য করেছেন তা ক্ষমার অযোগ্য। অবিলম্বে কেন্দীয় পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলকে ক্ষমা চাইতে হবে বলেও তিনি দাবি করেন।