নতুন কৃষিবিল নিয়ে বিরোধীদল অযথা বিরোধ করছে এই কথাতেই আজ সাংবাদিক সম্মেলনে বিরোধীদল গুলিকে কটাক্ষ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। আজ শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলনে আরো জানিয়েছেন সত্তর বছরের বেশি সময় ধরে কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পায় নি। এই কেন্দ্রীয় সরকারই কৃষকদের তাদের প্রাপ্য ও স্বাধীনতা দেওয়ার কাজ করছে। আর অহেতুক বিরোধী দলগুলি এনিয়ে রাজনীতি করছে।
তিনি আরো দাবি করেছেন এই বিলের ফলে চাষী তার ফসল নির্দিষ্ট জায়গায় বিক্রি করতে বাধ্য থাকবে না, যেকোনো জায়গায় বেশি দামে কৃষক তা বিক্রি করে লাভ করতে পারবে। এছাড়াও এমএসপি বিষয়টিও কেন্দ্রীয় সরকার যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে।