কৃষি আইন প্রত্যাহার নিয়ে বিক্ষোভে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস

কৃষি আইন প্রত্যাহার নিয়ে বিক্ষোভ দেশজুড়ে। দিল্লীর কৃষক আন্দোলনের ঢেউ এবার আছড়ে পড়তে চলেছে কলকাতায়। কেন্দ্রীয় সরকারের কৃষি আইন নিয়ে এবার আগামী ৮ থেকে ১০ ডিসেম্বর কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস। বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন তৃণমূল কংগ্রেস।

কলকাতায় অবস্থান-বিক্ষোভ করার নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস কিষাণ ও ক্ষেতমজুর সমিতির সভাপতি বিধায়ক বেচারাম মান্নাকে। ওই অবস্থান বিক্ষোভের শেষ দিনে অর্থাৎ ১০ তারিখ উপস্থিত থাকবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ৷ ৮ ডিসেম্বর জেলা সদরে কৃষক-শ্রমিক বিক্ষোভ কর্মসূচির কথা ঘোষণা করবেন তৃণমূল নেত্রী।