কৃষি আইন প্রত্যাহার নিয়ে বিক্ষোভ দেশজুড়ে। দিল্লীর কৃষক আন্দোলনের ঢেউ এবার আছড়ে পড়তে চলেছে কলকাতায়। কেন্দ্রীয় সরকারের কৃষি আইন নিয়ে এবার আগামী ৮ থেকে ১০ ডিসেম্বর কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস। বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন তৃণমূল কংগ্রেস।
কলকাতায় অবস্থান-বিক্ষোভ করার নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস কিষাণ ও ক্ষেতমজুর সমিতির সভাপতি বিধায়ক বেচারাম মান্নাকে। ওই অবস্থান বিক্ষোভের শেষ দিনে অর্থাৎ ১০ তারিখ উপস্থিত থাকবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ৷ ৮ ডিসেম্বর জেলা সদরে কৃষক-শ্রমিক বিক্ষোভ কর্মসূচির কথা ঘোষণা করবেন তৃণমূল নেত্রী।