কলেজের সমস্ত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে এবার জোরদার আন্দোলন শুরু করল পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির সদস্যরা । গত কয়েকদিন ধরেই জলপাইগুড়ির আনন্দ চন্দ্র কলেজের সামনে অবস্থান আন্দোলন করছিলেন তারা । সেখান থেকে বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা । এরপর জলপাইগুড়ির কদমতলা মোড়ে এসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান । অবিলম্বে কলেজের সমস্ত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের পাশাপাশি সমকাজে সমবেতনের দাবি তোলেন তারা ।
পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির রাজ্য সহ সম্পাদক ও জলপাইগুড়ি জেলার সভাপতি উত্তম সোম বলেন, দীর্ঘদিন ধরেই সামান্য বেতনে কাজ করতে হচ্ছে তাদের। অথচ একই কাজ করে পাঁচ-সাত গুন বেশি মাইনে পাচ্ছেন স্থায়ী কর্মীরা ।তাদের দাবি না মিটলে আরো বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন কর্মীরা।