কলকাতা হাইকোর্টের বড় সিদ্ধান্ত

করোনা পরিস্থিতিতে বেসরকারি স্কুলের ফি দিতে গিয়ে কালঘাম ছুটে যাচ্ছে অভিভাবকদের। এর প্রতিবাদে বিভিন্ন স্কুলের বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকরা। এ নিয়ে অবশেষে স্বস্তির খবর দিল কলকাতা হাইকোর্ট।

রাজ্যের সব বেসরকারি স্কুলের টিউশন ফি ২০ শতাংশ কমানোর নির্দেশ দিল হাইকোর্ট। শুধু তাই নয়, অবিভাবকদের যাঁদের অবস্থা খারাপ, তাঁদের আর কোনও সুবিধা দেওয়া যায় কিনা সেটাও দেখবে এই কমিটি। করোনা অতিমারী পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিচারপতি সঞ্জীব ব্যানার্জির ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, ২০১৯-২০ শিক্ষাবর্ষে যে বেতন আছে, তা ২০ শতাংশ কমাতে হবে ফি। নন অ্যাকাডমিক সমস্ত ফি মকুব করতে হবে। পাশাপাশি ১ এপ্রিল ২০২০ থেকে যে শিক্ষাবর্ষ শুরু হয়েছে সেই শিক্ষাবর্ষে কোনও রকম নন অ্যাকাডেমিক ফি নেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়েছে কলকাতা হাইকোর্ট। এই ফি মুকুবের জন্য অভিভাবকদের সরাসরি স্কুলে আবেদন জানাতে হবে।