করোনা সংক্রমণের মধ্যে ভারতের একাধিক রাজ্যে শুরু হয়েছে ভারী বৃষ্টি। তারমধ্যেই এবার গুজরাত, অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সমস্যায় পড়ছেন মানুষ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম অবস্থা প্রশাসনের।
বর্তমানে বন্যার প্রভাব সবথেকে বেশি পড়েছে বিহারে। ইতিমধ্যেই রাজ্যের ১৬টি জেলায় ৮৩ লাখের বেশি মানুষ বন্যার কবলে পড়েছেন। সরকারি তথ্য জানাচ্ছে, এই রাজ্যের ১৬ জেলায় এখনও অবধি ৮৩ লাখ ৬২ হাজার মানুষ সরাসরি বন্যার দ্বারা প্রভাবিত হয়েছেন। মৃত্যুর সংখ্যা ৭০-এর বেশি। উদ্ধার কাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
ইতিমধ্যেই বক্সার, দিঘা, গান্ধী ঘাট, হাতিদাহ ও কহলগাঁওয়ে সব নদীর জল বাড়ছে। ভেঙেছে রাস্তাঘাট, নদীর পাড়। চাষের জমির পাশাপাশি ক্ষয়ক্ষতি হয়েছে গবাদি পশুর ক্ষেত্রেও। যার ফলে ক্রমশই ভয়াবহ হচ্ছে পরিস্থিতি।
বন্যার প্রভাব পড়েছে উত্তরপ্রদেশেও। এই রাজ্যের ১৬টি জেলার হাজারের বেশি গ্রাম বন্যার কবলে পড়েছে। আবহাওয়া দফতর বলছে, স্বাভাবিকের চেয়ে ১১ গুণ বেশি বৃষ্টি হয়েছে দিল্লি-উত্তরপ্রদেশে। শহর অঞ্চলগুলিতে তীব্র যানজটে বেহাল নগর জীবন। ঘরছাড়া কয়েক হাজার মানুষ। বহু মাটির বাড়ি ভেঙে গুঁড়িয়ে গেছে। রিলিফ কমিশনার সঞ্জয় গয়াল জানিয়েছেন, বহু জায়গায় ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে।