করোনা মোকাবিলা করতে লাঠি হাতে নিজেই বেরিয়ে রাজপথে,রাজধর্ম পালন করতে করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু হার মানেন নি। সুস্থ হয়ে উঠেই আবার লাঠি হাতে রাস্তায় বেরিয়ে পড়লেন মাথাভাঙ্গার মহকুমা শাসক জিতিন যাদব।
কিছুদিন আগেই করোনায় সংক্রমণ হয়েছিলেন তিনি।হোম আইসেলশনে ছিলেন বেশ কিছুদিন।হোম আইসলেশনে থেকেও বাড়িতে বসে করে গিয়েছিলেন কাজকর্ম।গতকাল রিপোর্ট নেগেটিভ আসে জিতিন বাবুর।
গতকাল তার করোনা রিপোর্ট নেগেটিভ আসায় মাথাভাঙ্গা শহরে লকডাউন কার্যকর করতে লাঠি হাতে নিয়ে বেড়িয়ে পড়লেন মহকুমা শাসক জিতিন যাদব।এদিন তিনি মাথাভাঙ্গা শহরে বিনা প্রয়োজনে রাস্তায় নামা সাধারন মানুষকে ফিরিয়ে দেওয়ার পাশাপশি মাথাভাঙ্গা সূটুঙ্গা নদীর তীরে মাছ ধরা মানুষকে সেখান থেকে বাড়ি পাঠিয়ে দিতে উদ্যোগী হয়েছেন।
করোনা মোকাবিলায় মাথাভাঙ্গা শহরে বহু উদ্যোগ গ্রহন করেছিলেন মহকুমা শাসক। করোনা আক্রান্ত হয়েও সোস্যাল মিডিয়ার মাধ্যমে তিনি সাধারন মানুষকে সচেতন করেছেন এবং বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছেন।ফিল্মি কায়দায় মহকুমা শাসকের অভিযান চালিয়ে যাও়ার দেখে অনেকে দৌড়ে গিয়ে বাড়িতে প্রবেশ করতে দেখা গিয়েছে। মাথাভাঙ্গা মহকুমা শাসক জিতিন যাদবের কাজে প্রশংসায় পঞ্চমুখ শহরবাসী।