করোনা আবহে এবার শুধু ঘটপুজো আলিপুরদুয়ারের সরকারবাড়িতে

কোভিড পরিস্থিতি এবং হাইকোর্টের রায়ে এবার পুজোর আনন্দে অনেকটাই কোপ পড়েছে। বিগ বাজেটের ক্লাবগুলি যেমন নমনম করে সারবে দেবীর পুজা, তেমনি অনেক ঘরোয়া পুজোতেও প্রভাব পড়েছে। আলিপুরদুয়ারের সরকারবাড়ির ঐতিহ্যবাহী পুজোতেও করোনা আবহে চলছে কাটছাট। শুধুমাত্র ঘট পুজো করে দেবী দুর্গার আরাধনা সারবেন সরকার বাড়ির লোকজনেরা। আর এতে মন ভার এলাকার মানুষের। আলিপুরদুয়ারের প্রাচীন পুজো গুলির মধ্যে সরকার বাড়ির পুজো আলাদা আকর্ষণ ছিল । সরকার পরিবার বার বার স্থান পরিবর্তন করলেও চারশো বছর ধরে পুজো থামেনি ।

পুজো শুরু হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশের অবিভক্ত ময়মনসিংহ জেলার সিংহেশ্বর গ্রামে ।সূর্য নারায়ণ সরকারের হাত ধরে এই পুজো শুরু হয় সরকার পরিবারে । সরকার পরিবারের কাছে এই পুজোর বয়সের সঠিক হিসেব না থাকলেও বর্তমান সরকার পরিবারের কর্তা সুকুমার রঞ্জন সরকার জানান এই পুজো এবছর 406 বছরে পা দিয়েছে । দেশভাগের পর এই সরকার পরিবার প্রথমে অসমে এসে আশ্রয় নেয়। সেখানে থাকার পরে সেখানকার পাততাড়ি গুটিয়ে সরকার পরিবার চলে আসে আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের রাধানগরে ।

বর্তমানে এই রাধানগরেই এই সরকার পরিবারের বাস । একাধিকবার বাসস্থান পরিবর্তনের ঘটনা ঘটলেও শুধুমাত্র 2007 সালে দুর্গাপুজোর মহা ষষ্ঠীর দিন গৃহকর্তার মৃত্যুর কারণে সেই বছর ও পরবর্তী দু’বছর পুরোহিতের বিধান মেনে বন্ধ থাকে পুজো এছাড়া আর কখনো বন্ধ হয়নি এই পুজো। কিন্তু এ বছর করোনার কারণে শুধুমাত্র ঘট পুজো করেই সারা হবে আনুষ্ঠান ।তাই মন খারাপ পরিবারের সবার।