করতোয়া নদীর ধারে পালিত হচ্ছে ঐতিহাসিক “উপনয়ন দিবস”

জলপাইগুড়ি জেলার করতোয়া নদীর ধারে আজ আজ পালিত হচ্ছে উপনয়ন দিবস। জানা গেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই উৎসব প্রতিবছর ২৭ এ মাঘ এই দিনটি পালিত হয়ে থাকে।
উল্লেখ্য রাজগঞ্জের মেহেদিগছ গ্রামের করতোয়া নদীর ধারে রাজবংশী ক্ষত্রিয় সমাজের প্রাণপুরুষ ঠাকুর পঞ্চানন বর্মার উদ্যোগে ১৩১৯সনের ২৭শে মাঘ প্রথম ঐতিহাসিক “উপনয়ন দিবস” পালিত হওয়ার ধারা আজও অব্যাহত।